ঝালকাঠিতে ১০ কেজি ইলিশ জব্দ, জরিমানা
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় এক জেলেকে আটক করে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার সময় মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় জাল ও মাছ ধরার ট্রলার ফেলে পালিয়ে যায় জেলেরা। মৎস্য কর্মকর্তারা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করে। এদিকে সুগন্ধা নদীর নলছিটির দপদপিয়া এলাকা থেকে খোকন মোড়ল নামে এক জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফুল ইসলাম ওই জেলেকে চার হাজার টাকা জরিমানা করেন। বেলা ১২টায় জব্দকৃত জালগুলো নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে পোড়ানো হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।