জয়পুরহাটে ট্রাক উল্টে শ্রমিক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/05/photo-1507217973.jpg)
জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কুঠিবাড়ি ব্রিজের পশ্চিমে শিমুলিয়ার শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক মোমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকা থেকে আলু বোঝাই করে একটি ট্রাক নওগাঁর ধামইরহাট বাজারে যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজের পশ্চিমে শিমুলিয়ার শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। আহত হন আরো দুই শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।