তিনি এ দেশের সন্ত্রাসের রানি : অর্থমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/15/photo-1423998209.jpg)
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ রোববার দুপুরে সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘তাঁর আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। তাঁর সবকিছুই গুপ্ত, পাবলিক কিছুই না। তিনি সমাবেশ-টমাবেশ কিছুই করেন না। বাড়িতে বসে থাকেন। তাঁর গুপ্তচর যেগুলো আছে, তারা বিভিন্ন স্থানে গোলমাল সৃষ্টি করে।’
আজ রোববার দুপুরে সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘যে জিনিসটা তিনি করেন, তিনি প্রমাণ করেন, তিনি হলেন এ দেশের সন্ত্রাসের রানি। আমি বলতে চাই, তাঁর এই আন্দোলন মোটেই রাজনৈতিক আন্দোলন নয়, এটা একান্তই একটি সন্ত্রাসী উদ্যোগ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।