পুকুর খননের জের, ধসে পড়ল পাকা সড়ক
রাস্তার পাশে পুকুর খনন করায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভেদরগঞ্জ-মাঝিরঘাট সড়কের ২০০ হাত ধসে পড়েছে। গত রোববার ডিঙ্গামানিক এলাকায় সড়কের পাশের পুকুরে মাছ ধরতে নিষ্কাশন করতে গেল এ ধস তৈরি হয়।
নড়িয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন মৎস্যচাষি সড়কটির দুই পাশে পুকুর তৈরি করে মাছের চাষ করছেন। তাঁরা পুকুরের পাড় হিসেবে সড়কটিকেই ব্যবহার করে আসছিলেন। সড়ক ভেঙে পড়ার আশঙ্কায় পুকুরগুলোর পাড় নির্মাণ করে মাছ চাষ করতে মৎস্যচাষিদের প্রায় তিন মাস আগে নোটিশ দেয় নড়িয়া উপজেলা প্রকৌশল কার্যালয়; কিন্তু চাষিরা নোটিশে কর্ণপাত করেননি।
প্রবল বৃষ্টির মধ্যে রোববার বিকেলে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুখ জমদার, রাশেম সরদার ও মনোয়ার হোসেন সড়কের পাশের পুকুরে মাছ ধরার জন্য পানি নিষ্কাশন করেন। ওই সময় পুকুরের পানির স্তর নিচে নেমে গেলে আকস্মিকভাবে সড়কটির প্রায় ২০০ হাত ভেঙে পড়ে।
সড়কটির আরো ৩০০ হাতজুড়ে ফাটলের সৃষ্টি হয়েছে। হুমকির মুখে পড়েছে দুটি বৈদ্যুতিক খুঁটি। সড়কটি ধসে পড়ায় বাস ও ট্রাক চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা।
এ ব্যাপারে জানতে চাইলে ডিঙ্গামানিক গ্রামের মাছচাষি আলমগীর জমদার ওরফে ফারুখ বলেন, ‘আমরা কোনো নোটিশ পাইনি। দীর্ঘদিন ধরে এভাবেই মাছ চাষ করে আসছি। এভাবে পাড় ধসে পড়বে, তা আমাদের জানা ছিল না।’
নড়িয়া উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বলেন, বৃষ্টির কারণে রাস্তার পাড় নরম ছিল। মাছ ধরার জন্য নিষ্কাশনের সময় পানির স্তর নিচে নেমে যাওয়ায় সড়কটি ধসে পড়ে। তিনি বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে। যাদের কারণে সড়কটি নষ্ট হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।