মাঝিকান্দি থেকে মাওয়া-শিমুলিয়া পথে নৌযান চলাচল বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/30/photo-1438251367.jpg)
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়া নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে মাওয়া-মাঝিকান্দি ঘাট নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর মাঝিকান্দি ঘাটের পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই পথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবহাওয়া অনুকূলে এলে আবারো নৌযান চলাচল শুরু হবে।