জয়পুরহাটে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/10/20/photo-1508439445.jpg)
জয়পুরহাট পৌর এলাকার খনজনপুর বুজরুক ভারুনিয়া গ্রামের বুড়ি-কালি মন্দির এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জিনিয়া (৫) ও ওহি মনি (৩) নামের এই দুই শিশুর ছোট যমুনার শাখা নদীর (যা মরা নদী নামে পরিচিত) পানিতে ডুবে মারা যায়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিনিয়া বুড়িতলা গ্রামের গোলাম জাকারিয়া সাগরের মেয়ে এবং ওহি মনি জেলার পাঁচবিবি উপজেলার শিমুলতলি গ্রামের অনিক হোসেন পাপ্পুর মেয়ে। কিছুদিন দিন আগে মায়ের সাথে ওহি মনি ওই গ্রামে তার নানা শহীদুল ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিল।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মমিনুল হক মুমিন জানান, গতকাল সকাল ১১ টার দিকে পাশাপাশি দুই বাড়ির শিশু জিনিয়া ও অহি বাড়ির বাইরে এক সঙ্গে খেলছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। বিকেলে জেমি হোসেন নামের এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরতে নদীর পানিতে শিশু দুটির লাশ ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীরা গিয়ে তাদের লাশ উদ্ধার করে। শিশু দুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া।