চট্টগ্রামে অটোরিকশা খালে, নিহত ২
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/31/photo-1438343387.jpg)
চট্টগ্রাম মহানগরীতে একটি সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে বন্দরনগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদের মহেশখাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন ত্রিশোর্ধ্ব অটোরিকশাচালক এবং অন্যজন পঞ্চাশোর্ধ ওই অটোর যাত্রী বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মহেশখালে পড়ে যায়।
সিএনজিটির দরজা বন্ধ ছিল। ফলে যাত্রী ও চালক বের হতে পারেননি। তাঁদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।