কালোদের সভ্য করতে সেনাবাহিনী আফ্রিকা গেছে : ইলিয়াস মোল্লাহ
জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী আফ্রিকার কালো মানুষদের সভ্য করার জন্য গেছে এবং আমি মনে করি, তারা সে কাজ করেই আসবে।’
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া কক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে ইলিয়াস মোল্লাহ এ সব কথা বলেন। সংসদীয় কমিটির সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৬ (মিরপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। কঙ্গো ও আইভরি কোস্টে বাংলাদেশের শান্তিরক্ষীদের কাজ দেখে আসা সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে ইলিয়াস মোল্লাহর সঙ্গে আফ্রিকার দুই দেশ সফর করে আসা সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহবুবুর রহমান ও হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন।
এক সপ্তাহ আফ্রিকায় থেকে এসে সংবাদ সম্মেলনে ইলিয়াস মোল্লাহ বলেন, ‘ওখানকার (আফ্রিকার) মানুষ এখনো সভ্যতা পায়নি। তারা ১৫ দিন পর পর গোসল করে। গোসল করার সময় সাবান মেখে গায়ে পানি দেয় না। কারণ ওখান থেকে সুগন্ধি বের হয়।’
সংবাদ সম্মেলনে আফ্রিকানদের বারবারই ‘কালো কালো’ মানুষ বলে উল্লেখ করছিলেন এ সংসদ সদস্য। তিনি বলেন, ‘সেখানে ব্রাজিলের আর্মি আছে, ফিলিপাইনের আর্মি আছে, পাকিস্তানের আর্মি আছে, বাংলাদেশের আর্মি আছে। আমি সেখানকার কালো কালো মানুষদের প্রশ্ন করেছি। তারা বলেছে... তারা বাংলাদেশ বলতে পারে না। বলেছে, বাংলা গুড।’
ইলিয়াস উদ্দিন মোল্লাহ আফ্রিকানদের জ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমাদের আর্মি মশার জন্য স্প্রে করে। সেখানে কুয়াশা তৈরি হয়। ওদের (স্থানীয় জনগণ) প্রতিনিধি আমাদের ক্যাম্পে এসে জিজ্ঞেস করে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তোমাদের ওখানে কীভাবে বৃষ্টি হচ্ছে?’
জাতিসংঘ আফ্রিকার মানুষকে ‘সভ্য’ করার কোনো দায়িত্ব বাংলাদেশি শান্তিরক্ষীদের দিয়েছে কি না- প্রশ্ন করা হলে ইলিয়াস মোল্লাহ বলেন, ‘না, আমরা তাদের সভ্যতার জন্য সহযোগিতা করছি।’