এমপি ইলিয়াস মোল্লাহর বিরুদ্ধে চুরি-ভাঙচুরের মামলা
ঢাকা-১৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আলহাজ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ ১২ জনের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরের একটি মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির এই আদেশ দেন। এই আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমির হোসেন মোল্লার বোন মাহেলা বেগম (৪৮)।
বিচারক বাদীর জবানবন্দি শুনে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি তদন্ত করে আগামী ১৬ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন ইলিয়াস উদ্দিন মোল্লাহর সহযোগী মো. আবদুল লতিফ ওরফে রিকশা লতিফ, মো. গফুর ওরফে আঙ্গুল কাটা গফুর, সিরাজ ওরফে মিরু মোল্লা, আবুল হোসেন চান্দা ওরফে আবুইল্লা, দুলাল মোল্লা ওরফে চান্দা দুলাল, লুৎফর রহমান ওরফে বিদ্যুৎ চোরা, মো. সহিদুল্লাহ, নায়েব আলী, রাজন, কামরুল ও জিহাদ।
মামলার আরজি থেকে জানা যায়, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আমির হোসেন মোল্লার সঙ্গে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর নির্বাচন নিয়ে অনেক আগে থেকেই কোন্দল ছিল। দলীয় কোন্দলের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা গত ২৬ জুন ঈদের দিন আমির হোসেন মোল্লার বাসার সামনে জুয়ার আসর বসান। আমির হোসেন মোল্লার ছেলে এই ঘটনায় বাধা দিলে আসামিরা তাঁকে মারধর করেন।
এরপর আসামিরা আমির হোসেন মোল্লার কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে এবং দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়। ওই সময় আসামিরা সেখানে উপস্থিত অন্যদেরও মারধর করে জখম করে এবং আমির হোসেন মোল্লার স্ত্রীর সোনার হার ও বালা ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনা শুনে আমির হোসেন মোল্লার গাড়িতে করে ঘটনাস্থলে আসার সময় আসামি ইলিয়াস উদ্দিন মোল্লাহ তাঁকে গাড়িসহ অবৈধভাবে আটক করেন। পরে আমির হোসেন মোল্লাকে গাড়ি থেকে নামিয়ে তাঁকেসহ বাদীকে মারধর করেন বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়।