দুই ছাত্রলীগ নেতা আরো তিনদিনের রিমান্ডে
বরগুনার পাথরঘাটায় ধর্ষণের পর তরুণী হত্যার অভিযোগে গ্রেপ্তার পাথরঘাটা ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি রুহি আনাল দানিয়েল (২২) ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ছোট্টর (২১) দ্বিতীয় দফায় আরো তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার বিকেলে পুলিশ তাঁদের দুজনকে পাথরঘাটার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করলে বিচারক হাসিবুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বরগুনার পাথরঘাটায় ধর্ষণের পর তরুণী হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারাসহ শত শত এলাকাবাসী। সম্মিলিত সামাজিক আন্দোলন পাথরঘাটা শাখার উদ্যোগে আজ সকাল ১০টার দিকে পাথরঘাটা ডিগ্রি কলেজ সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
চলতি বছরের ১০ আগস্ট দুপুরে পাথরঘাটা কলেজের পশ্চিম পাশের পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১২আগস্ট পুলিশ বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সময় তদন্তের পর এ হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনে সক্ষম হয় বরগুনা জেলা পুলিশ। সর্বশেষ গত রোববার বিকেলে পাথরঘাটার আদালতে ছাত্রলীগ নেতা মো. মাহমুদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।