রাজধানীতে আদিবাসী স্কুলছাত্রী ধর্ষিত
বাসা থেকে স্কুলে যাওয়ার পথে রাজধানীর ভাটারা থানার এক স্কুলছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নয়ানগরের বাসিন্দা নির্যাতিতা শিশুটির মা ভাটারা থানায় এ ব্যাপারে মামলা করেন।
পুলিশ আজ বুধবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে বলে জানায় বার্তা সংস্থা ইউএনবি।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোক্তাকিন জানান, আদিবাসী শিশুটি সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে স্কুলের উদ্দেশে বেরিয়ে যায়। বিকেল ৫টায় সে বাসায় ফিরে এসে মাকে ধর্ষণের ঘটনাটি জানায়।
শিশুটি মাকে জানায়, আল-আমিন (২২) নামে এক যুবক তাকে ধর্ষণ করে।
ওসি আরো জানান, রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এ ব্যাপারে মামলা করেন। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে আল-আমিন। পুলিশ তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
প্রায় দুই মাস আগে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গারো সম্প্রদায়ের এক তরুণী কর্মস্থল থেকে ফেরার পথে রাতে গণধর্ষণের শিকার হন।