ধর্মঘটের হুমকি সিলেটের অটোরিকশাচালকদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/06/photo-1438878560.jpg)
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কাফনের কাপড় পরে অবস্থান ধর্মঘট করবেন অটোরিকশাচালকরা।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন ঘোষণা দেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া। তিনি বলেন, ‘দাবি আদায় না হলে ১৬ আগস্ট থেকে কাফনের কাপড় পরে জেলাজুড়ে অবস্থান ধর্মঘট করা হবে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় শোক দিবসকে সামনে রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক ইউনিয়ন।
এ সময় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আজাদ মিয়াসহ নির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।