ব্লগার নিলয় হত্যার দায় স্বীকার করে বিবৃতি
বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সদস্য ব্লগার নিলয় নীলকে হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের (একিউআইএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। সংগঠনটির মুখপাত্র মুফতি আবদুল্লাহ আশরাফের নামে ansar.al.islam.bd@gmail.com ইমেইল ঠিকানা থেকে আজ সন্ধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকারের দাবি করেছে সংগঠনটি।
আল্লাহর রাসুল (সা.)-কে কটূক্তিকারী ‘নিলয় নীল’ হত্যাকাণ্ডের দায়ভার গ্রহণ শীর্ষক ইমেইলটির শুরুতেই উল্লেখ করা হয়েছে, ‘যারা আল্লাহ ও তাঁর রসুলকে কষ্ট দেয়, আল্লাহ তাঁদের প্রতি ইহকাল ও পরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি।–সুরা আহযাব, ৫৭ ’
এরপর বিবৃতিতে বলা হয়, ‘আলহামদুল্লিল্লাহ! আনসার আল ইসলাম (আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ শাখা)-এর মুজাহিদিনরা হামলা চালিয়ে আল্লাহ তা'আলা ও তাঁর রাসুলের দুশমন নিলয় চৌধুরী নীলকে হত্যা করেছেন। এই অপারেশন শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার খিলগাঁও এলাকায় সম্পন্ন হয়।’
বিবৃতির মাঝামাঝি বোল্ড অক্ষরে উল্লেখ করা হয়েছে, ‘আল্লাহর রাসুলের সম্মান রক্ষার্থে প্রতিশোধমূলক এই হামলার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি।’
বিবৃতিতে হুমকি দিয়ে বলা হয়, ‘আমরা আল্লাহ ও তাঁর রাসুলের নিকৃষ্টতম দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা এদের ও তাদের সাথীদের ধ্বংস করতে সর্বশক্তি প্রয়োগ করবে ইনশাল্লাহ।’
বিবৃতিতের শেষে বোল্ড অক্ষরে আবার উল্লেখ করা হয়, “যদি তোমাদের ‘বাক-স্বাধীনতা’ কোনো সীমানা না মানতে প্রস্তুত থাকে তবে তোমাদের হৃদয় যেন আমাদের ‘চাপাতির স্বাধীনতার’ জন্য উন্মুক্ত থাকে।”
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আনসার আল ইসলামের দায় স্বীকারের বিষয়টির কোনো ইমেইল বা কপি পুলিশের হাতে এখনো পৌঁছায়নি। পাওয়ার পর গণমাধ্যমে পাঠানো ইমেইলের বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এর আগে ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশকে হত্যার দায় স্বীকার করেছিল সংগঠনটি। এ ছাড়া জিহাদিস্ট ফোরাম নামের একটি মনিটরিং ওয়েবসাইটে ভিডিও প্রকাশের মাধ্যমে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার প্রধান আসিম উমর একই সঙ্গে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, রাজীব হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যার দায়ও স্বীকার করেছিলেন।