শিশু হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/09/photo-1439136712.jpg)
সিলেটে রাজন, খুলনায় রাকিব, বরগুনায় রবিউলসহ শিশু হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ।
আজ রোববার সকালে সিলেট নগরীর চৌহাট্ট এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমদ, অধ্যক্ষ আ ন ম ইয়াহইয়া, পরিচালক হাবিবুর রহমান চৌধুরী, দিলরুবা খানমসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধন চলার সময় সমাবেশে শিশু হত্যা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শিশু রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে এখনো দেশে ফিরিয়ে আনা হয়নি। পাশাপাশি পুলিশ প্রশাসন ঘটনার এক মাস অতিবাহিত হলেও দিতে পারেনি অভিযোগপত্র। তাই ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বক্তারা রাজন হত্যার বিচার কার্যক্রম দ্রুত শুরু করার এবং রাকিব ও রবিউল হত্যার আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করেন। এ ছাড়া শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।