মানুষবিহীন ডিঙ্গি নৌকায় ৩৫ কেজি হরিণের মাংস
বরগুনার পাথরঘাটায় একটি ডিঙ্গি নৌকা থেকে ৩৫ কেজি হরিণের মাংস জব্দ করেছে পুলিশ। মাংসগুলো বরফ দিয়ে ঢাকা ছিল।
আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলা উত্তর চরদুয়ানির গোরাখাল থেকে এসব মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোরাখালের বেশ কয়েকটি ট্রলার ও নৌকায় তল্লাশি চালান তাঁরা। তল্লাশির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে একটি ডিঙ্গি নৌকায় বরফ দেওয়া অবস্থায় ৩৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
এ সময় ওই নৌকায় কোনো লোক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা। জব্দ করা এই মাংস আদালতের মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।