ঝালকাঠিতে প্রবাসীর বাড়িতে ডাকাতি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/13/photo-1515852562.jpg)
ঝালকাঠির রাজাপুরে সৌদি প্রবাসী মোসলেম আলী মৃধার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৭০ ভরি সোনা, দুই লাখ ৪০ হাজার টাকা ও দুই হাজার সৌদি রিয়াল লুটে নিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজাপুর সদরের গোরস্তার সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে একদল ডাকাত মোসলেম আলী মৃধার বাসভবনের দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। ভবনের পাঁচটি কক্ষে তাণ্ডব তালিয়ে ডাকাতরা ৭০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৪০ হাজার টাকা ও দুই হাজার সৌদি রিয়াল লুটে নেয়।
মোসলেম আলী মৃধা দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন। তাঁর দুই ছেলে রাজ্জাক মৃধা ও লোকমান মৃধা ইতালি প্রবাসী। খবর পেয়ে আজ শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের আটক এবং লুটে নেওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।