কিশোরগঞ্জে বজ্রপাতে সরকারি কর্মচারী নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/14/photo-1439563302.jpg)
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাবুন্দিয়া গ্রামে বজ্রপাতে একজন নিহত হয়েছে। নিহত মো. আবু বক্কর সিদ্দিক (৪৫) ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী ছিলেন।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে নিজ বাড়িসংলগ্ন মাছের খামারে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়। তিনি দুই ছেলে ও চার মেয়ের জনক ছিলেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।