গরম পানি ও চামচের ছ্যাকা দিয়ে স্ত্রী নির্যাতন!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/18/photo-1516281468.jpg)
ঝালকাঠিতে পরকীয়ার মিথ্যা অভিযোগ দিয়ে শিউলি বেগম (২৮) নামের এক গৃহবধূকে গরম পানি এবং শরীরের বিভিন্ন স্থানে গরম চামচের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামী রিপনের বিরুদ্ধে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে ঝালকাঠি শহরে কুতুবনগরে এই ঘটনা ঘটে।
এ ছাড়া শিউলি বেগমকে ঘরের ভেতর আটকে রেখে লাঠি দিয়ে পেটানো হয় বলেও জানা যায়। পরে কৌশলে পালিয়ে এসে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন শিউলি। রিপন বর্তমানে আত্মগোপন করেছেন।
নির্যাতিত গৃহবধূ অভিযোগ করে জানান, প্রায় আট বছর আগে সদর উপজেলার বাউতিতা গ্রামের রাজমিস্ত্রি রিপন ফরাজীর সঙ্গে শিউলি বেগমের বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। এক বছর ধরে তাঁর স্বামী রিপন ফরাজী বিভিন্ন অজুহাত দিয়ে তাকে নির্যাতন করে আসছে বলেও জানান তিনি।
আরো জানা যায়, গতকাল রাতে রিপন ঘরে এলে কিছু বুঝে ওঠার আগেই শিউলি বেগমকে লাঠি দিয়ে এলোপাথারি মারতে শুরু করেন। মারধরের কারণ জানতে চাইলে পরকীয়ার অভিযোগ দিয়ে গরম পানি নিক্ষেপ করেন শিউলির মুখে। এ সময় চামচ গরম করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন রিপন। শিশু সন্তানদের সামনেই তাকে নির্যাতন চালিয়ে ঘরে আটকে রেখে তালাবদ্ধ করে চলে যান তিনি। পরে পালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন শিউলি।
খবর পেয়ে ঝালকাঠির থানার উপপরিদর্শক(এসআই) আশিকুল ইসলাম হাসপাতালে যান। গৃহবধূর অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই কর্মকর্তা।
এ ব্যাপারে ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মু. হাফিজুর রহমান জানান, গরম পানির কারণে শিউওলি বেগমের গায়ের চামড়া উঠে গেছে কয়েক জায়গায়। এ ছাড়া তাঁর মুখ থেকে রক্ত পড়েছে বলেও জানান তিনি। শিউলিকে সুস্থ করে তোলার জন্য যথাসম্ভব সরকারি চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।