ঝালকাঠিতে নেচে গেয়ে ‘কন্যা উৎসব’ পালন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/26/photo-1516980380.jpg)
ঝালকাঠিতে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে দেশের প্রথম ‘কন্যা উৎসব’। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা ঝালকাঠির দুই হাজার নারী অংশ নেন।
শহরের গুণী পাঁচ কন্যা এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিকেল ৫টায় বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা যুদ্ধে পুরুষের পাশাপাশি এদেশের নারীদের ব্যাপক অবদান ছিল। কিন্তু ধর্মের দোহাই দিয়ে একটি গোষ্ঠী নারীদের পিছিয়ে রাখতে চেয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। ধর্মের দোহাই দিয়ে আজ আর নারীদের পিছিয়ে রাখা যাবে না।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান রাখতে হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ঝালকাঠির কন্যা উৎসব সাড়া দেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্য দিয়ে নারী সমাজ সামনের দিকে এগিয়ে যাবে।
‘কন্যা উৎসব’ উদযাপন কমিটির আহ্বায়ক ঝালকাঠি জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির কৃতিকন্যা অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূরজাহান সরকার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা।
অনুষ্ঠানে রত্নগর্ভা মায়েদের সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ঝালকাঠির কন্যাদের পদক প্রদান, ও সম্ভাবনাময়ী কৃতি কন্যাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কন্যা উৎসবের স্বপ্নদ্রষ্টা ঝালকাঠি জেলা পরিষদের সদস্য শারমিন মৌসুমী কেকা, পৌর কাউন্সিলর নাছিমা কামাল, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার, শিক্ষক শিমুল সুলতানা হেপী ও জাফরিন ফারজানা শিমুলের সৌজন্যে উৎসব নিয়ে ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নাচ, গান ও কবিতা আবৃতি করা হয়। রাতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম।