অপরাধী শনাক্তে বিটিআরসি থেকে সহযোগিতা মেলে না : আইজিপি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ঘেঁটে অপরাধী শনাক্তের ব্যাপারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ রোববার সকালে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশের বাদক দলের এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
এ সময় আইজিপি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দেশ ও দেশের বাইরে থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন পুলিশ সদস্যরা। কিন্তু দেশের ফেসবুক, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করে থাকে বিটিআরসি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে বিটিআরসির সহাযোগিতা নিতে হয় পুলিশকে। কিন্তু বিটিআরসি পুলিশের চাহিদা অনুযায়ী সহযোগিতা করতে পারে না। এ জন্য অনেক ক্ষেত্রে অপরাধীর পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শহীদুল হক দেশের রাজনৈতিক অবস্থায় দলীয় কোন্দল দেখা দিলে তা দলীয়ভাবেই মীমাংসা করতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালাম, ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, শিল্পাঞ্চল পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তারা।