পুলিশ পরিচয় দিয়ে ব্যাংকের ২০ লাখ টাকা ছিনতাই
ন্যাশনাল ব্যাংকের শরীয়তপুরের কাজীরহাট শাখা থেকে ২০ লাখ টাকা নিয়ে পুলিশের সাহায্য ছাড়াই একই ব্যাংকের নড়িয়া শাখায় ফিরছিলেন ব্যাংকের দুই কর্মকর্তা-কর্মচারী। পথে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই দুই ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে, হাত পা বেঁধে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকের দুই কর্মকতা-কর্মচারীকে ফেলে দেয় মাদারীপুরের খোয়াজপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে। আজ রোববার দুপুর ১২টার পর এ ঘটনা ঘটে।
জাজিরা থানা সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংক নড়িয়া শাখার জুনিয়র ক্যাশ কর্মকর্তা চান শরীফ খান ও পিয়ন উজ্জ্বল মুন্সী নড়িয়া শাখার প্রয়োজনে টাকা আনার জন্য একই ব্যাংকের জাজিরার কাজীরহাট বাজার শাখায় যান। ২০ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি নড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে দুপুর সাড়ে ১২টার দিকে জাজিরা উপজেলার বিলাশপুর এলাকায় দুর্বৃত্তরা একটি মাইক্রোবাস নিয়ে তাঁদের গতিরোধ করে। দুর্বৃত্তরা পুলিশ পরিচয় দিয়ে ব্যাংকের ওই দুই কর্মীকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তোলে। গাড়ির ভিতরে উঠিয়ে দুজনের চোখ, হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। পরে দুর্বৃত্তরা ব্যাংকের ওই দুই কর্মীকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকার আড়িয়ালখা নদীর পাশে শরীয়তপুর-মাদারীপুর সড়কের পাশে ফেলে রেখে যায়।
পরে ওই দুই কর্মী হাতের বাঁধন খুলে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মুঠোফোনে ন্যাশনাল ব্যাংকের নড়িয়া শাখার ব্যবস্থাপক এসকান্দার আলী ফকিরকে জানায়। বিকেল ৬টার দিকে ব্যবস্থাপক তাঁদের উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল বিলাশপুর এলাকা থেকে ব্যাংকের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করে।
ন্যাশনাল ব্যাংক নড়িয়া শাখার জুনিয়র ক্যাশ অফিসার চান শরীফ খান বলেন, ‘একটি মাইক্রোবাস বিলাশপুর এলাকায় আমাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পুলিশ পরিচয় দিয়ে তারা আমাদের জোর করে গাড়ির ভিতরে উঠায়। হাত-পা ও চোখ বেঁধে কিছু দূর চলার পরে আমাদের সড়কের পাশে ফেলে রেখে যায়। দুর্বৃত্তরা ব্যাগে থাকা ব্যাংকের ২০ লাখ টাকা নিয়ে যায়।’
ন্যাশনাল ব্যাংক কাজির হাট শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, ব্যাংকের টাকা প্রয়োজন হলে শাখা হতে টাকা আনা-নেওয়া করা হয়। নড়িয়া শাখার দুই কর্মী মোটরসাইকেলে করে ২০ লাখ টাকা নিয়ে সোয়া ১২টার দিকে রওনা দেন। পথে দুর্বৃত্তরা তাঁদের অপহরণ করে টাকা ছিনিয়ে নেয়।
ন্যাশনাল ব্যাংক নড়িয়া শাখার ব্যবস্থাপক এসকান্দার আলী ফকির বলেন, ‘নড়িয়া শাখার টাকা প্রয়োজন হলে ব্যাংকের ক্যাশ অফিসারকে টাকা আনতে কাজিরহাট শাখায় পাঠানো হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাদের অপহরণ করে টাকা ছিনতাই করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।’
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ‘ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় টাকা আনা-নেওয়া করতে হলে পুলিশকে অবহিত করতে হয়। কিন্তু ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি স্থানীয় পুলিশকে জানায়নি। আমরা গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি। দুর্বৃত্তরা কী উদ্দেশ্যে পুলিশের পরিচয় দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।’