দুদিন পর কার্গোর কেবিনে মিলল দুই শ্রমিকের লাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/01/photo-1517479458.jpg)
ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘন কুয়াশার কারণে বিষখালী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই কার্গোডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পরে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিষখালী নদীর মশাবুনিয়া এলাকা থেকে নৌবাহিনীর সদস্যরা কার্গোর ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, খুলনা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোখলেছুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল দুদিন ধরে উদ্ধার তৎপরতা চালায়। আজ বেলা ১১টার দিকে উদ্ধারকর্মীরা ডুবে যাওয়া কর্গোর ভেতরে প্রবেশ করেন। কার্গোর কেবিন থেকে শ্রমিক পান্নু হাওলাদার ও মো. হাসানের লাশ উদ্ধার করেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় কার্গোটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পান্নু হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশকাহনিয়া গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে এবং মো. হাসান ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার সকাল ৬টার দিকে বিষখালী নদীর কাঁঠালিয়া উপজেলার মশাবুনিয়া পুরোনো লঞ্চঘাট এলাকায় এক হাজার ৫৬০ বস্তা সিমেন্টবোঝাই নোঙর করা একটি কার্গোকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা তিন শ্রমিকের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন দুই শ্রমিক।