ঝালকাঠিতে বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার, মোড়ে মোড়ে তল্লাশি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/08/photo-1518075268.jpg)
নাশকতা করার পাঁয়তারার অভিযোগে ঝালকাঠিতে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অরাজক পরিস্থিতি ঠেকাতে আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করেছে। যাতায়াতকারী লোকজনের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি করছে পুলিশ।
এদিকে, গতকাল রাতেও বিএনপি নেতাদের বাসায় বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানের সময় রাজাপুর উপজেলা থেকে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজাপুর উপজেলায় বিএনপি-জামায়াত নাশকতা করতে পারে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন মিনু, যুগ্ম সম্পাদক তরুণ কুমার মণ্ডল, যুবদল নেতা সৈয়দ ইমাম সেন্টু, হুমায়ুন কবির, হিমেল আকন ও শমসের হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান জানান, ঝালকাঠি জেলাকে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ অবস্থান নিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে। সন্দেহ হলেই আটক করা হবে।