টেম্পো উল্টে আট এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/10/photo-1518278976.jpg)
আহত শিক্ষার্থীদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাড়ি ফেরার পথে টেম্পো উল্টে আট এসএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিক্ষক ও আহত শিক্ষার্থীরা জানায়, আজ শনিবার দুপুরে রাজাপুরের বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে টেম্পোতে ভাতকাঠি গ্রামে ফেরার পথে দুপুর ২টার দিকে স্থানীয় বিশ্বাসবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ পরীক্ষার্থী, এক শিক্ষক ও একজন অভিভাবক আহত হয়। আহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী মিতু আক্তার, হাফসা আক্তার, মনুজা আক্তার ও রুমা আক্তারকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতরা ভাতকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ও ভাতকাঠি গ্রামের বাসিন্দা।