পালানোর সময় গণপিটুনি, লাঠির আঘাতে দুই চোখ ক্ষতিগ্রস্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/15/photo-1518704574.jpg)
পালানোর সময় ঝালকাঠিতে মেহেদী হাসান বাবুল (৪৫) নামের সন্দেহভাজন এক ডাকাতকে আটক করে পিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় লাঠির আঘাতে তাঁর দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দক্ষিণ কিস্তাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কিস্তাকাঠি গ্রামের মান্নান হোসেনের ঘরে অস্ত্রসহ একদল ডাকাত ঢুকে পড়ে। পরিবারের সবাইকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ডাকাতি করে তারা।
এ সময় ডাকাতরা তিন লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। পরিবারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ডাকাতদের প্রতিরোধ করতে আসে। সব ডাকাত পালিয়ে গেলেও মেহেদী হাসান বাবুল নামের একজন ধরা পড়েন। অন্য ডাকাতরা টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। এ সময় বাবুলকে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে তাঁর দুটি চোখ নষ্ট করে দেয় তারা।
খবর পেয়ে পুলিশ আজ সকালে গিয়ে আহত বাবুলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝালকাঠি থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ।
মেহেদী হাসান বাবুলের বাড়ি রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামে।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শিউলি পারভীন বলেন, আহত বাবুলের চোখের অবস্থা খুবই খারাপ। চোখে আঘাতের ফলে রক্তপাত হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন।