নকল খুঁজতে গিয়ে মিলল গাঁজা!
বরগুনায় এসএসসি পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে তল্লাশি করে গাঁজা পেয়েছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করাসহ পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই শিক্ষার্থীর নাম মো. রাজু। সে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট রাবেয়া আসফার সায়মা বলেন, চান্দখালী এসহাকিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে আজ বৃহস্পতিবার দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় শিক্ষার্থী রাজু নকল করছিল বলে তাঁর সন্দেহ হয়। রাজুকে তল্লাশির একপর্যায়ে কোনো নকল না পাওয়া গেলেও ১০ গ্রাম গাঁজা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরে রাজুকে এসএসসি পরীক্ষা থেকে বহিষ্কার করে বেতাগী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।