প্রধানমন্ত্রীর কাছে অডিট রিপোর্ট দিলেন মহাহিসাব নিরীক্ষক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর কাছে ২৩টি অডিট ও হিসাব রিপোর্ট তুলে দিয়েছেন মহাহিসাব নিরীক্ষক (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল) মাসুদ আহমেদ।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এসব প্রতিবেদন তুলে দেন। এগুলোর মধ্যে ১৪টি বার্ষিক অডিট রিপোর্ট, একটি বিশেষ অডিট রিপোর্ট, ছয়টি উপযোজন হিসাব রিপোর্ট ও দুটি আর্থিক হিসাব রিপোর্ট রয়েছে।
পরে একই জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি—বেজার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাখা সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী রপ্তানি পণ্য বাড়ানোর জন্য তাগিদ দেন। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বাগেরহাটের মংলা, সিরাজগঞ্জ, চট্টগ্রামের আনোয়ারা, মিরসরাই ও মৌলভীবাজারে পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগের প্রস্তাব আসছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তা সত্ত্বেও তাদের জমি দেওয়া যাচ্ছে না। তাই এ সংখ্যা আরো বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে বেজাকে নির্দেশ দেন তিনি।