মেহেরপুরে ইজিবাইকচালকদের সড়ক অবরোধ
মেহেরপুরের বিভিন্ন সড়কে বাসমালিক সমিতির নামে ইজিবাইকচালকদের কাছ থেকে টাকা আদায় ও চলাচলে বাধার প্রতিবাদে মেহেরপুর-কাথুলী সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত ইজিবাইকচালকরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পৌর ডিগ্রি কলেজের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়।
দুপুরে শতাধিক ইজিবাইকচালক ইজিবাইক নিয়ে সড়ক অবরোধ করেন। এতে মেহেরপুর-কাথুলী ভায়া গাংনী সড়কে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা।
মেহেরপুর ইজিবাইকমালিক সমিতির সভাপতি সাজ্জাদুল আনাম জানান, সড়কে বাসমালিক সমিতি মনোনীত কিছু ব্যক্তি ইজিবাইক চলাচলে বাধা ও জোরপূর্বক টাকা আদায় করছে। এটি বন্ধ হলে আরো কঠোর আন্দোলন করা হবে।
এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করে। তাদের অনুরোধে অবরোধ তুলে নেন ইজিবাইকচালকরা।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার উজ জামান জানান, বিষয়টি সমাধানের জন্য ইজিবাইকমালিক-চালক ও মোটরশ্রমিকদের নিয়ে পুলিশ সুপার সন্ধ্যার পর বৈঠকে বসেছেন।