পদ্মা থেকে তিন লাশ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তের বারশতদিয়ার গ্রামে পদ্মা নদীতে ভাসমান দুই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে নগরীর তালাইমারী সংলগ্ন পদ্মা নদীর পার থেকে এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুপুরে মরদেহ দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা প্রথমে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সদস্যদের খবর দেয়। পরে বিজিবির মীরগঞ্জ ক্যাম্প থেকে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই দুই নারীর মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটির বেশির ভাগ অংশই গলে যাওয়ায় তাদের কোনোভাবে শনাক্ত করা যায়নি। তবে তাঁদের দুজনের বয়সই ২৫ থেকে ২৬ বছরের মধ্যে। হাতে রঙিন চুরি থাকলেও শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে ১০-১২ দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এদিকে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর রাজশাহীর পদ্মা নদী থেকে সাজেমুল ইসলাম ওরফে ফুলা (৫৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে নগরীর তালাইমারী শহীদ মিনার সংলগ্ন পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ।
সাজেমুল ইসলাম ফুলার ছোট বোন তামেজা জানান, তাঁর ভাই পক্ষাঘাতগ্রস্ত রোগী। ১৫ দিন আগে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সকালে তালাইমারী শহীদ মিনারের কাছে পদ্মা নদীতে স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন খান জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার বিকেলে নগরীর জিয়ানগর সংলগ্ন পদ্মার পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।