শরীয়তপুরে সড়ক অবরোধ, পরিবহন ধর্মঘট
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শরীয়তপুর পৌরসভার মেয়রসহ নয়জনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছেন মেয়রের সমর্থকরা। অন্যদিকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক গ্রুপ।
সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়পুর পৌরসভার মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুর রব মুন্সিসহ নয় ব্যক্তিকে আজ বুধবার কারাগারে পাঠান আদালত। বিদ্যালয়ের জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আব্দুর রব মুন্সিসহ ১২ জনের বিরুদ্ধে গত ৩০ জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন শরীয়তপুর জেলা ও দায়রা এবং বিশেষ জজ আদালত। আজ বুধবার মামলার নয়জন আসামি আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে বেলা ৩টার দিকে জামিন না মঞ্জুর করে তাঁদের কারগারে পাঠানোর আদেশ দেন।
এর প্রতিবাদে আজ বিকেলে চাঁদপুর-মাদারীপুর ভায়া শরীয়তপুর সড়কের মনহর বাজার মোড় ও আঙ্গারিয়ায় গাছ ফেলে সড়কে অবরোধের সৃষ্টি করেন আব্দুর রব মুন্সির সমর্থকরা। অন্যদিকে তাঁর মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য জেলার সব পথে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শরীয়তপুর জেলা পরিবহন মালিক গ্রুপ।
শরীয়তপুর জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুখ তালুকদার বলেন, আব্দুর রব মুন্সিকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলা পরিবহন মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, জেলার আংশিক কিছু সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক করতে সড়কের গাছ সরিয়ে দেওয়া হয়েছে।