কুমিল্লার দুই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।
আজ ভোর ৬টার দিকে ব্রাহ্মণপাড়া সদরের সাহেবাবাদ এলাকা থেকে হরতালের সমর্থনে যুবদল একটি মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বুড়িচং থানা সদরে হরতালের সমর্থনে বিএনপি কয়েক দফা মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের কড়া নজরদারির কারণে কোনো মিছিল বের হয়নি।
এদিকে, আজ সকাল থেকে হরতাল ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
এর আগে গতকাল বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের দ্রুত মুক্তির দাবিতে কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। মিছিলটি নগরীর মনোহরপুর থেকে শুরু হয়ে কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের সামনে গিয়ে শেষ হয়। ওই সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।