শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে ছিল নীল রঙের প্যান্ট এবং সাদা-বেগুনি রঙের চেক শার্ট।
জয়দেবপুর রেলজংশন ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।