শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ
নাব্যতা সংকটে বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল। এতে ঢাকার সঙ্গে এ রুটে দক্ষিণবঙ্গের যে ২৩টি জেলার সড়ক যোগাযোগ আছে, তা-ও প্রায় বন্ধ হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া থেকে সন্ধ্যার দিকে চারটি ফেরি কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে গেলেও তিনটি পুনরায় ঘাটে ফিরে যায়। তবে একটি ফেরি কাওরাকান্দি যেতে পেরেছে। আজ শুক্রবার সকালে চারটির মধ্যে একটি ফেরি শিমুলিয়াঘাট থেকে কাওরাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে, ফেরি চলাচল না করায় শিমুলিয়াঘাটে ছয় শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। আর এতে বিড়ম্বনায় পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা হাজার হাজার যাত্রী।
ফেরি চলাচল বন্ধের কথা স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর জানান, পদ্মা নদীর লৌহজং টার্নিং চ্যানেলে পানি কমে যাওয়ায় আজ সকালে চারটি ফেরির মধ্যে মাত্র একটি কাওরাকান্দি যেতে পেরেছে। ভাটার সময় পানি কমে যাওয়ায় এখন ফেরি চলাচল বন্ধ আছে। পানির গভীরতা বেড়ে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে। এর মধ্যে রো রো ফেরির চলাচল আট দিন ধরে বন্ধ আছে।