ফেরি বন্ধ, পারাপারের অপেক্ষায় হাজারো গাড়ি
শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে রুটে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটে গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। তবে জোয়ারের সময় দু-একটি করে ফেরি ঘাট ছেড়ে যাচ্ছে।
urgentPhoto
এদিকে ঘাট এলাকার মাঠেও ফেরি পারাপারের জন্য যাওয়া গাড়িগুলো রাখার জায়গা হচ্ছে না। ফলে মাঠ ছেড়ে এখন মূল সড়কে গাড়ির লম্বা লাইন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. গিয়াস উদ্দিন জানান, জোয়ারের সময় ফেরি ছাড়ব তাই ফেরিতে গাড়ি লোড করা হচ্ছে। গতকাল শুক্রবার জোয়ারের সময় দুটি ফেরি কাওরাকান্দি গেছে। আর একটি ঘাট ছেড়ে গেলেও পরে ফিরে এসেছে। ঘাট এলাকায় পারাপারের জন্য মাঠ ভরা গাড়ি। কয়টি গাড়ি গোনা মুশকিল। নাব্যতা সংকট ও ডুবোচরের জন্যই ফেরি চলাচল করতে পারছে না।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ জানান, ফেরি না চললে গাড়ি জমবে। মাঠ ভরে গাড়ি এখন রাস্তায় চলে গেছে। পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ ছাড়া পারাপারের অপেক্ষায় হাজার খানেক ছোট-বড় যানবাহনও রয়েছে। আবার অনেক গাড়ি ফেরত যাচ্ছে ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফেরি চলাচলের জন্য সাড়ে ৭ ফুট পানি প্রয়োজন হয়। সেখানে ভাটার সময় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতাসংকট ও ডুবোচরের জন্য পানির গভীরতা ৫ ফুটে নেমে যায়। যে কারণে ফেরি চলাচলে সমস্যা দেখা দিয়েছে।