এফবিআই কোনো সহযোগিতা করতে পারেনি : ডিবি
ব্লগার হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) কোনো সহযোগিতা করতে পারেনি বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সেই সঙ্গে কোনো বিদেশি সংযোগ না থাকলে বাংলাদেশের গোয়েন্দারাই যেকোনো অপরাধের সফল তদন্ত করতে সক্ষম বলে মনে করছে তারা।
আর ব্লগার হত্যার মতো স্পর্শকাতর মামলার তদন্তে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা বিদেশি সংস্থার সহায়তা নিতে গিয়ে তদন্তকাজ বিলম্বিত হলে তা ইতিবাচক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন।
বিস্তারিত তামজিদ সুমনের ভিডিও প্রতিবেদনে-