শেরপুরে পাহাড়ি ঢলে ৩ ইউনিয়ন প্লাবিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়ন এবং শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে।
আজ শনিবার ভোররাত থেকে সোমেশ্বরী নদীর পাড় উপচে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ঢলের পানি প্রবেশ করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধানশাইল বাজার এলাকাসহ ধানশাইল ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম ও কাংশা ইউনিয়নের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে শ্রীবরদী ইউনিয়নের ভায়াডাঙ্গা ইউনিয়নের বাজার এলাকাসহ বেশ কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করেছে। তবে পাহাড়ি ঢলে সৃষ্ট প্লাবনে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। উপজেলার দুটি ইউনিয়নে ঢলের পানি প্রবেশ করেছে। ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।