যমুনার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, আজ শনিবার দুপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, যমুনার পানি বাড়ায় ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চলের বাড়িঘর ও ফসলি জমিতে পানি উঠেছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. শাহাবুদ্দিন খান এনটিভি অনলাইনকে জানান, উজানের ঢলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।