সাতক্ষীরাকে মাদকমুক্ত করার ডাক দিলেন এম আর খান
‘মাদকমুক্ত সাতক্ষীরা’ গড়ার ডাক দিয়েছেন জাতীয় অধ্যাপক ডা. এম আর খান। আজ শনিবার সকালে সাতক্ষীরায় আয়োজিত মাদকবিরোধী এক র্যালি শেষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাদক সমাজের বড় শত্রু। এই শত্রুকে সবাই মিলে রুখতে হবে বলে উল্লেখ করেন এম আর খান। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সাতক্ষীরা জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একটি সুস্থ সমাজ গড়তে হলে মাদককে প্রতিহত করতে হবে। এ জন্য পরিবার থেকে গ্রাম, ইউনিয়ন থেকে জেলা উপজেলা সব স্থানেই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জাতীয় অধ্যাপক আরো বলেন, ‘সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা। এখানে মাদকের থাবা ভয়ংকর। এই থাবা থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সচেতন হয়ে মাদক পাচাররোধে কঠোর হতে হবে।
যারা মাদক কারবারি, মাদক পাচারকারী ও যারা মাদক গ্রহণকারী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এম আর খান বলেন, যারা মাদক গ্রহণ করে তাদের জীবন প্রদীপ দ্রুত নিভে যায়। একটি সুস্থ শিশু-কিশোর সমাজ নির্মাণের লক্ষ্যে তাদের মাদকের থাবা প্রতিরোধ করতে হবে।
এর আগে শহীদ রাজ্জাক পার্ক থেকে শুরু হয় মাদকবিরোধী র্যালি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি ফের ফিরে আসে একই স্থানে।
র্যালি ও সমাবেশে আরো অংশ নেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সমাজকর্মী শেখ আজহার হোসেন, বেসরকারি সংস্থা চেতনার সম্পাদক একরামুল কবির খান, স্বদেশ পরিচালক মাধব দত্ত প্রমুখ।