শওকত মাহমুদের মুক্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবিতে কুমিল্লা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে আজ শনিবার দুপুরে ওই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির নেতা ভিপি জসিম উদ্দিন, শফিউল আলম রায়হান, বুড়িচং উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ফারুক আহমেদ, যুবদলের সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রদল নেতা এনামুল হক সবুজ, জহিরুল ইসলাম মহরম, নোমান হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে শওকত মাহমুদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে রাজধানীর রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ওই মামলায় গত বুধবার শওকত মাহমুদকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।