আমরা ভালো নেই, শান্তিতে নেই : রানা দাশগুপ্ত
সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট, মঠ, মন্দির, গির্জা বেদখল হয়ে যাচ্ছে বলে আবারও অভিযোগ করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদ।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া নোটিশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে ব্ক্তারা এ অভিযোগ করেন।urgentPhoto
এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ করায় গত ১৮ আগস্ট জেলা প্রশাসন রানা দাশগুপ্তকে অভিযোগের পক্ষে যুক্তিপ্রমাণ দেওয়ার জন্য ওই নোটিশ দেয়। কেন্দ্রীয়ভাবে ঢাকায় এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া এদিন একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঢাকায় মানববন্ধনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সদ্য কারামুক্ত সাংবাদিক প্রবীর সিকদার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী প্রমুখ।
মানববন্ধনে রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা ভালো নেই, শান্তিতে নেই। ভূমিখেকোরা ভূমি দখল করে তাদের (সংখ্যালঘু) নিঃস্ব করছে, দেশ ছাড়া করছে। মহিলারা সম্ভ্রম হারাচ্ছে। মঠ-মন্দির-গির্জা-শ্মশান ও দেবোত্তর ভূমি ক্রমাগত বেদখল হয়ে যাচ্ছে।’
সাংবাদিক প্রবীর সিকদার অভিযোগ করেন, ফরিদপুরে কারো কথা বলার কোনো সুযোগ নেই।