সিরাজগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত
হঠাৎ করে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৭১ সেন্টিমিটার বেড়ে তা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার নিম্নাঞ্চল খ্যাত কাজিপুর, এনায়েতপুর, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার মধ্যে চর এলাকার মানুষদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বানভাসি মানুষের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং শুকনা খাবারের সংকট।
জনপ্রতিনিধিরা জানিয়েছেন, প্লাবিত এলাকার মানুষ বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর ইউনিয়নের বিনদহ, দেওয়ানতলা ও মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক থেকে দেড় ফুট পানি প্রবেশ করায় পাঠদান ব্যাহত হচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, কুড়িগ্রামে অতিবৃষ্টির ফলে হঠাৎ করে যমুনায় পানি বেড়েছে। তা কয়েকদিন অব্যাহতও থাকবে।