নেত্রকোনায় নারী নির্যাতন প্রতিরোধে সম্মেলন
নারী ও কিশোরীদের ওপর নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে নেত্রকোনায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে স্থানীয় পাবলিক হলে রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ, প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান প্রমুখ। সম্মেলনে কমিউনিটি সদস্য, নাগরিক সমাজ, প্রশাসনের কর্মকর্তা ছাড়াও স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশ নেন।
উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, নারী ও কিশোরীদের ওপর নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নিরাপদ স্কুল ও নিরাপদ সমাজ গঠনের জন্য সরকার বদ্ধপরিকর। সবার সম্মিলিত প্রয়াসে সহিংসতা দূর করা সম্ভব।