আশুগঞ্জে নৌযান ধর্মঘট চলছে

নৌপথে নিরাপত্তার দাবি এবং চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও ডাকাতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌযান ধর্মঘট চলছে। আজ সোমবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কার্গো ভেসেল পূর্বাঞ্চলীয় নৌযান শ্রমিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ বাহার মাস্টার বলেন, নৌপথে পুলিশের চাঁদাবাজি এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নারায়ণগঞ্জের বৈদ্যের বাজার, আড়াইহাজার উপজেলার খাদখান্দা, নরসিংদীর নুনের টেক, পাউরুটির চর, সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা, সিলেটের জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সলিমগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুরের দুলালপুসহ মোট ২২টি স্থানে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে পুলিশ ও বিভিন্ন সংগঠনের নামে। তা ছাড়া নৌপথে একদিন, দুদিন পরপর ডাকাতি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই নৌযান শ্রমিকরা আজ সকাল থেকে ধর্মঘট পালন শুরু করেছে। নৌপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ ও নৌযানের নিরাপত্তা যত দিন নিশ্চিত না হবে তত দিন ধর্মঘট চলবে বলেও জানান তিনি।
এদিকে ধর্মঘটের কারণে অন্তত দেড় শতাধিক কার্গো আশুগঞ্জ বন্দরে আটকা পড়েছে। কোনো কার্গো জাহাজ থেকে মালামাল ওঠানামা করছে না।
নৌপথ সংক্রান্ত এসব অভিযোগের ব্যাপারে কথা বলতে নৌপুলিশের পূর্বাঞ্চল জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মধুসূদন দত্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।