সিলেটে বিএনপি নেতাকে সংবর্ধনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/24/photo-1440433777.jpg)
যুক্তরাজ্য থেকে রাজনৈতিক সফর শেষে দেশে ফিরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধিত হলেন মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। আজ সোমবার বিমানবন্দরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা দেন।
এ সময় বদরুজ্জামান সেলিম বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ জনগণের ওপর যে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে তা কোনোভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয়। তিনি অবিলম্বে বিএনপি ও অঙ্গসংগঠনের কারান্তরীণ সব নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানান।
সংবর্ধনা দেওয়ার সময় ছিলেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিম হোসাইন, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েছ লোদী, আজমল বক্ত সাদেক, এমদাদ হোসেন চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, রেজাউল করিম আলো, মুকুল মুর্শেদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, সাবেক সহ-দপ্তর সম্পাদক মাহবুব কাদির শাহী, বিএনপি নেতা মির্জা বেলায়েত আহমদ লিটন, আব্দুস সাত্তার আমীন, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পুতুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরী, যুবদল নেতা মামুন আহমদ মামুন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খানসহ অনেকে।