বিয়ের এক মাসের মাথায় লাশ হতে হলো মিমকে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/01/photo-1522566525.jpg)
বিয়ের এক মাস যেতে না যেতেই শ্বশুরবাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন নববধূ মিম আক্তার (২১)। আজ রোববার সকালে শহরের কৃষ্ণকাঠি এলাকায় স্বামীর বাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও নববধূর স্বজনরা জানায়, কৃষ্ণকাঠি এলাকার ফারুক মিনার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক রাকিব মিয়ার সঙ্গে পৌরসভা খেয়াঘাট এলাকার ইলেকট্রিশিয়ান দুলাল গাজীর মেয়ে মিম আক্তারের এক মাস আগে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেন মিম।
গতকাল শনিবার রাতে মিমের সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। রাত ১১টার দিকে রাকিব ফোন করে মিমের বাবাকে জানান, তাঁর মেয়ে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে মিমের বাবা গিয়ে দেখেন, রাকিবের বিছানায় তাঁর মেয়ের নিথর দেহ পড়ে আছে। পরে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।