অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা
নৌপথে চাঁদাবাজি, চুরি, ডাকাতি বন্ধসহ নৌযান শ্রমিক ও নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে নৌযান শ্রমিক-নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাহারুল ইসলাম বাহার। তিনি জানান, নৌযান শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশের নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে তেলবাহী ট্যাঙ্কার কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
কর্মবিরতির ফলে মংলা বন্দরসহ সারা দেশের নৌপথে চলাচলকারী পণ্যবাহী কার্গো, কোস্টার, বার্জ ও টুইন লঞ্চে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। এতে করে মংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজের পণ্যবোঝাই-খালাস ও পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। ফলে বন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
আজকের এই কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে পালিত হবে না বলে জানিয়েছেন বাহারুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রামে দু-একদিন পর থেকে এ কর্মবিরতি শুরু করা হবে।