বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পতাকা বৈঠক চলছে

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরো ১২৫ বাংলাদেশিকে ফেরত নিয়ে আসা হচ্ছে। আজ মঙ্গলবার বান্দরবান জেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এঁদের ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় পতাকা বৈঠক চলছে। এ বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে।
urgentPhoto পতাকা বৈঠকে যোগ দিতে কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদল সকাল সাড়ে ১০টায় মিয়ানমারে পৌঁছে। এর পর বেলা ১১টায় মিয়ানমারের ২৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শুরু হয় পতাকা বৈঠক। বৈঠকে পর্যবেক্ষক হিসেবে আছেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান। বৈঠক শেষে এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা হবে।
গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জনকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল দেশটির নৌবাহিনী। এর পর বাংলাদেশি হিসেবে দাবি করা তালিকা নিয়ে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরত আনা হচ্ছে। গত ৮ ও ১৯ জুন, ২২ জুলাই এবং ১০ আগস্ট চার দফায় শনাক্ত হওয়া ৫০১ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছিল।