দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
রাজধানীর কুড়িলে গারো তরুণীকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার পর ধর্ষণের ঘটনায় দুজনের বিরুদ্ধে র্যাবের দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এটি গ্রহণ করেন। তিনি পরবর্তী বিচারের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত বরাবর পাঠিয়েছেন।
গত রোববার সিএমএম আদালতের জেনারেল রেকর্ড (জিআর) শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমিলা নাসরিন চৌধুরী।
অভিযোগপত্রের আসামিরা হলেন আশরাফ ওরফে তুষার (৩৫) ও জাহিদুল ইসলাম ওরফে লাভলু (২৬)। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছিল ১১ জনকে।
গত ২১ মে রাতে কুড়িল বিশ্বরোড থেকে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।
ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
এ ঘটনার পর ২২ মে রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন ওই তরুণী।
পরে ২৬ মে রাতে রাজধানী ঢাকা ও পর্যটন এলাকা কুয়াকাটা থেকে তুষার ও লাভলুকে গ্রেপ্তার করে র্যাব।