ঐশীসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ সাক্ষ্য দিতে হাজির হন। তাঁর জবানবন্দি শেষে ঐশীর আইনজীবী ফারুক আহমেদ ও মাহবুবুর রহমান রানা সাক্ষীকে জেরা করেন। শেষ হলে বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন।
এদিকে আজ সাক্ষ্যগ্রহণ উপলক্ষে মামলার অন্যতম আসামি ঐশী ও তার বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। আরেক আসামি মিজানুর রহমান রনি জামিনে হাজির ছিলেন।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে আরো দুজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। পরে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলায় অভিযোগপত্রের ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।