মাদকে বাধা দেওয়ায় প্যানেল মেয়রকে হাতুরিপেটা
শরীয়তপুর পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র আলমগীর হোসেন মৃধাকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল ৮টার দিকে আলমগীর মৃধা নিজ বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার কাগদি এলাকায় ওত পেতে থাকা মাদকসেবী হিসেবে পরিচিত শাহাজালাল বেপারী, সাদ্দাম শেখ ও শাহাজালাল মাদবরের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে আলগীরের মাথায় ও পায়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।
আহত আলমগীর হোসেন মৃধার বড় ভাইয়ের ছেলে আবদুর রহমান মৃধা (৪০) বলেন, স্থানীয় ৮ নম্বর মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলমগীর মৃধা। সভাপতি থাকা অবস্থায় এলাকা থেকে একাধিক মাদকসেবী ও ব্যবসায়ীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিলেন আলমগীর মৃধা। ওই মাদক ব্যবসায়ীরাই আলমগীরের ওপর হামলা করেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। হামলাকারীরা মাদকের সঙ্গে সম্পৃক্ত। মাদকসেবীরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।